| |
               

মূল পাতা সারাদেশ জেলা পার্বত্য চট্টগ্রাম উলামা পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটি গঠিত


পার্বত্য চট্টগ্রাম উলামা পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটি গঠিত


নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি।     02 December, 2023     09:00 PM    


বৃহত্তর পার্বত্য চট্টগ্রামে ইসলামী তাহযিব তামাদ্দুন প্রচার-প্রসারের লক্ষ্যে গঠিত পার্বত্য চট্টগ্রাম উলামা পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন করা হয়েছে।

আজ (২ডিসেম্বর ) শনিবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গি ব্রিজ সংলগ্ন হোটেল উডল্যান্ড মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।

জেলার প্রবীন আলেমেদ্বীন মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে ও মাওলানা মহিউদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উলামা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা হাজ্বী শরিয়ত উল্লাহ। প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মুফতী শামসুল আলম ,খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও উলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা হাবীবুল্লাহ জাহাঙ্গীর, পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনী,খাগড়াছড়ি জেলা বেফাক এর সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ নোমান, উলামা ঐক্য পরিষদ এর উপদেষ্টা মাওলানা হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক- মুফতি রবিউল ইসলাম শামিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির মাহমুদ রশীদ, মাওলানা আখতারুজ্জামান ফারুকী , খাগড়াছড়ি সদর উপজেলা সভাপতি মাওলানা নূরুল কবির আরমান, মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দীন ও মোহাম্মদ জামে মসজিদের খতিব মাওলানা হাফিজ দেলোয়ার হোসেন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উলামা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা হাজ্বী শরিয়ত উল্লাহ বলেন, পার্বত্য চট্টগ্রাম উলামা পরিষদ প্রতিষ্ঠা হওয়ার আগে আমরা কেউ কাউকে চিনতাম না। এই সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর পার্বত্য চট্টগ্রামে কয়টি দ্বীনি মাদ্রাসা আছে, আলেম-উলামাদের সংখ্যা কত আমরা নির্ণয় করতে পেরেছি। আমরা পার্বত্য চট্টগ্রামে বসবাসরত দরিদ্র-অসহায় মানুষের কল্যাণে ও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি। তিনি সকলকে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায়  মাওলানা আখতারুজ্জামান ফারুকীকে সভাপতি, মাওলানা দ্বীন ইসলামকে সিনিয়র সহ সভাপতি, হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক ও মাওলানা মহিউদ্দিন বিন সুরুজকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করে  খাগড়াছড়ি জেলা কমিটি গঠন করা হয়।

 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর